অবিনাশে স্বাগতম

নিঃসঙ্গতা নয়, আমার জগৎ

নিঃসঙ্গতা একটি মানসিক ব্যাধি। এটা যে কোন মানুষকে যখন তখন আক্রমণ করতে পারে। আমাদের অনেকের বেলায়ও তাই হয়। ধীরে ধীরে নিঃসঙ্গতা আমাদের গ্রাস করে ফেলে। বলা যায় এটি আমাদের মনের এক ধরণের সৌখিন দুঃখ বিলাস। অনেকে পাশে সঙ্গী থেকেও হাহাকার করে, আবার না থাকলেও হাহাকার করে বুক ভাসায়।

পাশে কাউকে থাকতেই হবে, কারো দুটি হাত ধরতেই হবে, কোন একজন মানুষের ভালোবাসা, সান্নিধ্য পেতেই হবে, কারো কাঁধে মাথা রাখতেই হবে – এগুলো না হলেই দীর্ঘশ্বাস, হাহাকার আর নির্ঘুম রাত পার করাটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমার কিংবা আমাদের। কিন্তু কেন?

শুধু দুটি হাত, বা কোন একজন মানুষ পাশে না থাকলেই কেন জীবনটাকে অর্থহীন বা নিঃসঙ্গ ভাবতে হবে আমাদের? আমাদের চারপাশে তো বিশাল পৃথিবী, সেখানে উপকরণের অভাব নেই। আমরা ইচ্ছে করলেই নিজেদের একটা জগৎ গড়ে নিতে পারি।

সেই জগৎ হবে আমাদের একক অবাধ বিচরণ, সেই জগৎ গড়ার আনন্দই তো হতে পারে আমাদের অলস সময়ের সবচেয়ে বড় বিনোদন। একজন মানুষের চেয়ে – প্রিয় কোন কাজ, বই পড়া, মুভি দেখা কিংবা প্রিয় গান গুলো বার বার শোনা মূহুর্তগুলো কি কম মূল্যবান? আর তাই তো খুব হঠাৎ করেই আমার খেয়ালে এলো ব্লগ লেখার চিন্তা।

শুধু মাত্র লেখনির মাধ্যমে আমার অস্তিত্ব আপনাদের জানান দেয়া, আপনাদেরকে চিন্তার খোরাক দেয়াই যেন একমাত্র বেদ বাক্য হয়ে উঠলো আমার কাছে। সে কারনেই জাগতিক সব কিছু এড়িয়ে আজ আমি দূর্বার, দূরদার্ন্ত, এক মনে লিখে চলি। শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি। নাম আমার – “অবিনাশ”।

আপনাকে স্বাগতম আমার এই ছোট্ট জগতে, আমার জার্নালে।
এখানে শুধু আমি আর আমার কথা।
আর আপনি? — যদি ইচ্ছে হয়, একটু দাঁড়ান। পড়ুন। শুনুন।
কোনো তাড়া নেই।

বিভাগ সমূহ

Scroll to Top