সৌন্দর্যপ্রীতির মনস্তত্ত্ব
মানুষের সৌন্দর্যবোধ জন্মগত হলেও তা শুধুই বাহ্যিক রূপে সীমাবদ্ধ নয়। অর্পিত ও অর্জিত—এই দুই ধরনের সৌন্দর্যের প্রভাব মানবসম্পর্কে গভীরভাবে কাজ করে, যেখানে রূপের আকর্ষণ অনেক সময় বিচারবুদ্ধিকে ছাপিয়ে যায় এবং বৈষম্যের জন্ম দেয়। বিবর্তন, সমাজ ও সংস্কৃতির প্রভাবে গঠিত এই সৌন্দর্যপ্রীতি আমাদের সহজেই মোহগ্রস্ত করে, কিন্তু প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় মানুষের আচরণ, মূল্যবোধ, সহমর্মিতা ও মননের আলোতে। তাই চোখে দেখা রূপ নয়, অন্তরের রূপ চিনতে শেখাই সৌন্দর্যবোধের পরিণত রূপ।
সৌন্দর্যপ্রীতির মনস্তত্ত্ব Read More »






